চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া আরও ১১ জন শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে এবং অভিযোগ থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় দুই মাস আগে মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদন এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তদন্ত চালায়। বিস্তারিত অনুসন্ধান শেষে আজ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ তসলিম উদ্দীন আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে সহপাঠীদের ওপর আক্রমণ, অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা দেওয়া, এবং আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে।
তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: