একজনের প্রাণহানি, একদিনে হাসপাতালে ভর্তি ১২০ জন
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন রোগী। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভর্তি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া বরিশাল, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগসহ রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকাতেও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক লাখের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শীত মৌসুমেও ডেঙ্গুর ঝুঁকি পুরোপুরি কমেনি, তাই সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
এসআর
মন্তব্য করুন: