editor.protidinerbangla@gmail.com মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
২ আশ্বিন ১৪৩১

একজন আদর্শ স্বামীর গুণাবলী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ মে ২০২৪ ৩:৩৩ পিএম
আপডেট: ২১ মে ২০২৪ ৩:৩৪ পিএম

একজন আদর্শ স্বামীর কতিপয় গুণাবলীঃ পুরুষের দাম্পত্য জীবনে শান্তি তখনই আসে যখন তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসেন ও সম্মান করেন। আর এর উল্টোটা যখন ঘটে অর্থাৎ স্ত্রী যখন পাত্তা দেন না তখন পুরুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ।

 অবশ্য এটার জন্য অনেক ক্ষেত্রেই পুরুষ নিজেই দায়ী। নিজের মনের ভুলেই তিনি এমন কিছু কাজ করে বসেন বা করতে থাকেন, যেগুলোর কারণে স্ত্রীর চোখে তাঁর সম্মান একেবারেই হারিয়ে যায় আর স্ত্রী তাঁকে মোটেও পাত্তা দেন না। যাইহোক, একজন আদর্শ স্বামীর কেমন গুণ থাকা উচিৎ তা উল্লেখ করা হলোঃ

(১) স্বামীকে অবশ্যই দ্বীনদ্বারী ও সুন্দর চরিত্রের অধিকারী হওয়া।

(২) স্ত্রীকে গভীর ভাবে ভালবাসা এবং তার আবেগ ও অনুভূতিকে মূল্যায়ন করা।

(৩) আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া।

(৪) আত্মবিশ্বাসী ও সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা থাকা।

(৫) ধৈর্যশীল হওয়া এবং সংসারের দায়িত্ব পালনে আন্তরিক হওয়া।

(৬) স্ত্রীর কাজে যথা সম্ভব সহযোগিতা করা।

(৭) স্ত্রীর প্রশংসা করা এবং তার কাজের প্রশংসা করা।

(৮) স্ত্রীর কোন কাজে ভুল হলে, রাগারাগি না করে তাকে ভালোবাসার সাথে বুঝানো।

(৯) স্ত্রীকে একা রেখে কখনোই দীর্ঘ কাল ভ্রমনে বা কাজের উদ্দেশ্যে বাহিরে না থাকা।

(১০) যে কোন উদ্দেশ্যই হোক, দীর্ঘ কাল বাহিরে থাকলে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়া।

(১১) পরিচ্ছন্ন দেহ এবং পরিপাটি পোশাক পরিধানে যত্নবান হওয়া।

(১২) ধূমপান ও নেশা দ্রব্য থেকে পরিপূর্ণ বিরত থাকা। যাইহোক, আপনার স্ত্রী যেমন, তাতেই আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কারণ, কেউ নিখুঁত নয়, আপনিও নন। আর যদি, ত্রুটিহীন, নিখুঁত সঙ্গী চান তাহলে জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর