জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হওয়া জরুরি, তবে জার্মানি কখনোই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।
মানবাধিকার ইস্যুতে তাদের নীতিগত অবস্থান সব দেশেই একই—বিচার হবে, কিন্তু শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জার্মানি।
তিনি বলেন, “ভোটার উপস্থিতি বেশি হবে—এটাই আমাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা বলেছেন ৬০ শতাংশ ভোট পড়বে; আমরাও একই আশা করি।
তবে নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা যেন কম হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এসআর
মন্তব্য করুন: