[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

সম্মেলনের তৃতীয় দিন

কপ৩০-এ বিজ্ঞানীদের সতর্কবার্তা: বিপর্যয় ঠেকাতে ১.৫ ডিগ্রি সীমা বজায় রাখা জরুরি

সাইদুর রহমান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৬:৪৬ পিএম

কপ-৩০

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব প্রতিনিয়ত বাড়ছে। বিশ্বজুড়ে চরম আবহাওয়া, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে—

পৃথিবী দ্রুত এক অজানা সংকটের পথে এগোচ্ছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।

 

ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ৩০’-এর তৃতীয় দিনে বিশেষজ্ঞরা বলেন, এখনই কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ না নিলে ভয়াবহ টিপিং পয়েন্ট অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র। প্রায় ২০০ দেশের প্রতিনিধি, মন্ত্রী ও বিশেষ দূতদের উপস্থিতিতে শুরু হওয়া এই সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে— গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এবং জলবায়ু অর্থায়নের মতো বিষয়।

 

চীন নবায়নযোগ্য শক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করলেও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে দেশটি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে ২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে কার্বন তীব্রতা ৬৫% কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণে এখনো পিছিয়ে আছে বেইজিং।

 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম কপ৩০-এ বলেন, “আমরা সবুজ প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ট্রাম্প প্রশাসনের সময়কার তেল-গ্যাস তুরপুন পরিকল্পনা ছিল বিপরীতমুখী উদ্যোগ।”

পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের শীর্ষ বিজ্ঞানী জোহান রকস্ট্রোম বলেন, “বিপর্যয়কর পরিবর্তন এড়াতে প্রতি বছর অন্তত ১০ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে অপসারণ করতে হবে।”

 

অন্যদিকে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস ফিল্ডের মতে, “১.৫ ডিগ্রি সীমা অতিক্রম করা মানে পৃথিবীকে বহু দশকের জন্য টিপিং পয়েন্টের মুখে ঠেলে দেওয়া। অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড ও আমাজনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ঝুঁকির মুখে পড়বে।”

জাতিসংঘের বিজ্ঞানীরা সতর্ক করেছেন— আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই পৃথিবী প্যারিস চুক্তির নির্ধারিত সীমা ছুঁয়ে ফেলবে।

 

সম্মেলনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় বেলেমে নিরাপত্তা বলয় ভেঙে প্রতিবাদে নামে কয়েকটি আদিবাসী ও পরিবেশবাদী সংগঠন। তারা “আমাদের বন বিক্রির জন্য নয়” এবং “আমাদের ছাড়া সিদ্ধান্ত নয়” শ্লোগান দেন। তাদের অভিযোগ, সম্মেলনের আয়োজন ও অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও বন সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যাপ্ত সহায়তা নেই।

 

আমাজনের বিশিষ্ট আদিবাসী নেতা কায়াপো প্রধান রাওনি বলেন, “বনের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আদিবাসীদের ক্ষমতায়ন ও মতামতকে গুরুত্ব দিতে হবে।”

বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন শাখা) মো. নাভিদ সাইফুল্লাহ শিগগিরই এটি উদ্বোধন করবেন। প্যাভিলিয়নে দেশের জলবায়ু উদ্যোগ, ঝুঁকি ও অভিযোজন পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে।

 

কপ৩০-এ এবার জোর দেওয়া হয়েছে বাস্তবায়নভিত্তিক পদক্ষেপে— গ্লোবাল স্টকটেক পর্যালোচনা, লস অ্যান্ড ড্যামেজ তহবিলের কাঠামো, নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সময়সীমা নির্ধারণে।

 

বিশেষজ্ঞদের মতে, “কপ৩০ হবে প্রতিশ্রুতির নয়, বরং বাস্তব ফলাফল নিশ্চিত করার সম্মেলন।”

রয়টার্স সূত্রে জানা গেছে, আগামী কপ৩২ সম্মেলন অনুষ্ঠিত হবে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর