[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

ফ্যাসিস্ট আমলের এক চিঠিতে বন্ধ লাখো প্রশিক্ষণার্থীর সনদ

সাইদুর রহমান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৮:৫৪ পিএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ৩:৫১ এএম

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

★ বাড়ছে বেকারত্ব ★ চিঠি বাতিলে আদালতে রিট

বিগত ফ্যাসিস্ট সরকারের তুঘলকি সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর এসেসমেন্ট বা সনদায়ন প্রক্রিয়া। ফলে এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে এ চিঠি বাতিলে আদালতে রিট করেছেন এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ জুন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (দক্ষতামান ও পাঠ্যক্রম) ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বাভাবিক কার্যক্রম রহিত করা হয়। যাহা অন্যায় এবং বেআইনী বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

নিয়ম অনুযায়ী, কারিগরি শিক্ষাবোর্ড সংসদের আইন দ্বারা পরিচালিত হয়। যাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএর) বোর্ড সভার সিদ্ধান্ত দিয়ে বন্ধ করা যায় না। এদিকে অতি দ্রুত তাদের কার্যক্রম কেন চালু করা হবে না এই মর্মে কারিগরি শিক্ষা বোর্ডকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

এতে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

গত ১৭ সেপ্টেম্বর নোটিশটি পাঠিয়েছেন প্রফেশনাল কুকিং একাডেমীর (পিসিএ) অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনটিভিকিউএফ) এর আওতায় পূর্বের মতো এসেসমেন্ট গ্রহণ ও সনদ প্রদান কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে।

অন্যথায় কেন ৪ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না তা পিসিএকে লিখিত ব্যাখ্যা প্রদান করবেন। অন্যথায় উক্ত সময়ের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের আওতাধীন এনএসডিএ’র কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে ওই চিঠিটি ইস্যু করা হয়।

এর আগে ২০২০ সালের ৩১ জুলাই অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের প্রথম সভার ৬ নং সিদ্ধান্ত এবং ১২ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত মূখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী সভার কার্যবিবরনী ২ (ক) অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আইনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কাজ সম্পাদন থেকে বিরত করা হয়।ফলে দেশের যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার কার্যক্রম থেমে যায়।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এনটিভিকিউএফ কোর্স সমূহ বর্তমানে ৭২৭ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বেসিক ট্রেড কোর্স পরিচালিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সুইং মেশিন অপারেটন (এসএমও), ওয়েল্ডিং, বেসিক কম্পিউটার অপারেটর, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং।
জানা গেছে, লক্ষাধিক তরুণ-তরুণী বেসিক ট্রেড কোর্স প্রশিক্ষণ নিয়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন। যা থেকে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। তবে এনএসডির ওই চিঠির ফলে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। গত ১০ বছরে ২০ লাখের বেশি প্রশিক্ষণার্থীকে সনদ দিয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

রাজধানীর ফার্মগেটে একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়া একজন শিক্ষার্থী প্রতিদিনের বাংলাকে বলেন, ‘আমরা কোর্স শেষ করলেও এসেসমেন্টে বসতে পারিনি। কবে নাগাদ পরীক্ষা হবে তাও জানি না। সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। দ্রুত এর সমাধান চাই।
অন্যদিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করে ২০১৯ সালে। দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার নীতি বাস্তবায়নের লক্ষ্যে সংস্থাটি গড়ে তোলা হয়েছে। এই সংস্থার চেয়ারপারসন হিসেবে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

এর গভর্নিং বডিতে আছেন মন্ত্রী, সচিবসহ মোট ২৯ জন। গত পাঁচ বছরে এনএসডিএ প্রায় মাত্র ১১ হাজার প্রশিক্ষণার্থীকে সনদ দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফলে প্রমাণ করে যে, দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এ কোর্স পরিচালনা করার সক্ষমতা নেই।
কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পর সনদ দেবে বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয়।

এখন এনএসডিএ সংক্ষিপ্ত কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ দিলে দেশে-বিদেশে তা গ্রহণযোগ্য হবে না। এতে পুরো সেক্টরে অরাজকতা দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করেন, একাধিক কর্তৃপক্ষ হলে বিপত্তি দেখা দেয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এ বিষয়ে নজর দেয়া উচিত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের কী সমস্যা, যাতে নতুন কর্তৃপক্ষকে এ দায়িত্ব দিতে হবে? একাধিক কর্তৃপক্ষ হলে এমন বিপত্তি দেখা দেবেই।

এ ধরনের সমস্যার ফল ভালো হয় না। তিনি আরও বলেন, মূলত সংক্ষিপ্ত কোর্সগুলো চালু করার প্রধান উদ্দেশ্য হলো দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এভাবে চললে এসব কোর্সের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

এ বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রাকিব উল্লাহ বলেন, আমরা ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যা অনুমতির জন্য দুই একদিনের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কারিগরি ৩) সাদিকুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ভোগান্তির বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পত্র পেলে শিগগিরই এর সমাধানে ব্যবস্থা নেয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর