[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৫ জনের পরিচয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ৭:০০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার পর ঢাকা সিএমএইচ-এ রক্ষিত ১১টি অজ্ঞাত মরদেহ ও দেহাংশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে ৫ নারীর পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায় এবং তাদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।

শনাক্ত হওয়া নিহতরা হলেন:

  • ওকিয়া ফেরদৌস নিধি (পিতা: মো. ফারুক হোসেন, মাতা: সালমা আক্তার)
  • লামিয়া আক্তার সোনিয়া (পিতা: মো. বাবুল, মাতা: মাজেদা)
  • আফসানা আক্তার প্রিয়া (পিতা: মো. আব্বাস উদ্দিন, মাতা: মিনু আক্তার)
  • রাইসা মনি (পিতা: মো. শাহাবুল শেখ, মাতা: মিম)
  • মারিয়াম উম্মে আফিয়া (পিতা: আব্দুল কাদির, মাতা: উম্মে তামিমা আক্তার)

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন সিদ্ধান্ত

বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়,
১. দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সহায়তায় সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।
২. স্কুলের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, যার বিস্তারিত শিগগির ঘোষণা করা হবে।
৩. শুক্রবার দেশব্যাপী সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে।

আইএসপিআর জানায়, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে এবং এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর