[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

চাঁদপুরে খুতবার সময় মিম্বরেই ইমামের ওপর চাপাতি হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ৯:৩৩ পিএম

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় অবস্থিত বাইতুল আমিন জামে মসজিদে জুমার খুতবা চলাকালে এক ইমামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। খুতবার বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলে এক যুবক ওই হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুতবা চলাকালীন মুসল্লিদের সারি থেকে এক যুবক হঠাৎ উঠে এসে ইমাম নুরুল আমিন মাদানীর ওপর চাপাতি নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ইমাম।

 

ঘটনার পরপরই মসজিদের মুসল্লিরা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত ইমামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

 

জানা যায়, আহত ইমাম নুরুল আমিন মাদানী মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করেছেন। স্থানীয়ভাবে তিনি একজন শ্রদ্ধেয়, বিনয়ী আলেম হিসেবে পরিচিত।

 

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী দাবি করেছে— খুতবার বক্তব্য তার অপছন্দ হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে পড়ে। তবে ঘটনাটির পেছনে কারও প্ররোচনা বা কোনো উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর