জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব।
আজ (শুক্রবার) তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।
সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার। এছাড়া, রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে তারা রোহিঙ্গা, ইমাম এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: