জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন।
আগামী ১৩ মার্চ শুরু হয়ে তার চার দিনের এই সফর ১৬ মার্চ পর্যন্ত চলবে। সফরকালে তার নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিয়োজিত থাকবে। এ কারণে সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ৬ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর আওতায় জাতিসংঘ মহাসচিবকে তার সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হলো।
আইনের সংজ্ঞা অনুযায়ী, বিদেশি রাষ্ট্র বা সরকারপ্রধানসহ সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই মর্যাদার আওতায় আসেন এবং তাদের দৈহিক নিরাপত্তা প্রদান করা হয়।
এর আগে, ২০১৮ সালের জুলাই মাসে গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। এবার সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে যাবেন, যেখানে তিনি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন, যারা দীর্ঘদিন ধরে শরণার্থীদের সহায়তায় কাজ করে আসছেন।
এছাড়া, ঢাকায় অবস্থানকালে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তরুণ নারী-পুরুষ, এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এসআর
মন্তব্য করুন: