খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, “কুয়েটে আজ যা হয়েছে, তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য ও শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে, দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।”
এদিকে, সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটির এক পোস্টে বলা হয়, “ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।”
মঙ্গলবারের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, “কুয়েটে ছাত্রদল, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।”
সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসআর
মন্তব্য করুন: