ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই মাহফিলে লাখো মানুষের উপস্থিতি দেখা যায়।
বক্তৃতায় ড. আজহারী বলেন, অতীতে ‘রাজাকার’ শব্দটি গালি হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি পুরস্কারের মতো হয়ে গেছে। তিনি আরও বলেন, ইসলামের কথা বললেই অনেককে মৌলবাদী বলা হয়, অথচ তারা প্রকৃত অর্থে দেশ ও জাতির কল্যাণের কথাই বলেন।
তিনি ধৈর্যের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “ধৈর্য এমন এক গাছ, যার চারপাশ কাঁটাযুক্ত হলেও এর ফল সুমিষ্ট। যারা দীর্ঘ সময় ধৈর্য ধরেন, তারা একসময় এর ফল লাভ করেন।”
এ মাহফিলে আরও বক্তব্য দেন ইসলামিক আলোচক শাহ ওয়ালী উল্লাহ, খতিব মুহাম্মদ জামাল উদ্দিন এবং মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দসহ আরও অনেকে ছিলেন।
মাহফিল উপলক্ষে ময়মনসিংহ নগরীতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় ২২টি বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়।
শেষে ড. মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে মাহফিলস্থল ত্যাগ করেন।
এসআর
মন্তব্য করুন: