[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

একুশে বইমেলায় মেসবাহ শিমুলের নতুন বই ‘স্বপ্নদ্রোহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ৪:০৭ পিএম

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কথাসাহিত্যিক মেসবাহ শিমুলের নতুন বই ‘স্বপ্নদ্রোহী’।

৯৬ পৃষ্ঠার এই গ্রন্থে লেখক বিশ্লেষণ করেছেন এক দশকের রাজনৈতিক পট পরিবর্তন, ক্ষমতার বিন্যাস ও বিভিন্ন ঘটনাপ্রবাহ, যা একটি শাসনব্যবস্থাকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগ চত্বরের ভাষাতরী প্রকাশনের ৮২ নম্বর স্টলে।

মেসবাহ শিমুল একজন পেশাদার সাংবাদিক এবং বর্তমানে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এশিয়া-তে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত।

দীর্ঘদিন ধরেই তিনি সমাজ, রাজনীতি ও মানবাধিকার বিষয়ে লেখালেখি করছেন।

তার অন্যান্য জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস ‘মরা নদী বলেশ্বর’, গল্পগ্রন্থ ‘অভিমানী সেই মেয়েটি’, কবিতাসংকলন ‘মানুষ হওয়ার কবিতা’ এবং প্রবন্ধগ্রন্থ ‘রাজ্য ও নৈরাজ্যের গল্প’।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর