বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন।
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক উদারতার কারণেই জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ পেয়েছে, তবে দলটি বিএনপির সঙ্গে সত্যিকারের আস্থাশীল অবস্থান নেয়নি। জামায়াত যদি এখন ভারতের ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে ২০২৪ সালের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার ক্ষমতা হারিয়েছে এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ বিদেশে পাচার হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকার রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে ব্যবহার করেছে এবং সরকারি নিয়ম লঙ্ঘন করে সম্পদ দখল করেছে।
সরকারের দমন-পীড়নের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও হয়রানির শিকার হয়েছেন। তবে জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি।
তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: