[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ধানমন্ডি ৩২ ও সারাদেশে সাম্প্রতিক সহিংসতা ‘ধ্বংসাত্বক ও অস্বাভাবিক’: টিআইবি

সাইদুর রহমান

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ৭:১৬ পিএম

ফাইল ফটো

দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনাকে ‘অস্বাভাবিক ও ধ্বংসাত্মক’ উল্লেখ করে নিন্দা জানায়।

 

বিবৃতিতে টিআইবি জানায়, সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপের অভাব এবং শুধুমাত্র বিবৃতিনির্ভর নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য এমন সহিংসতা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সংস্থাটি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

 

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ প্রস্তুতির অভাব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা উদ্বেগজনক। তিনি বলেন, “সহিংস কর্মসূচির পূর্বঘোষণা থাকা সত্ত্বেও কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পরে দায়সারা বিবৃতির মাধ্যমে দায়িত্ব এড়ানোর চেষ্টা লক্ষ করা গেছে।”

 

বিবৃতিতে টিআইবি গণতান্ত্রিক অধিকার সুরক্ষা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানায়। প্রতিশোধমূলক সহিংসতার পরিবর্তে আইনানুগ প্রতিক্রিয়ার পথ অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেয় সংস্থাটি।

 

ইফতেখারুজ্জামান আরও বলেন, “নতুন বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রতিশোধমূলক সহিংসতা নয়, বরং দেশীয় ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাই জরুরি।”

ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে টিআইবি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর