[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

দুই আসনে জামায়াত ইসলামীর মনোনয়ন পেলেন সাঈদীর ২ ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৪৮ পিএম

ফাইল ছবিঃ সাঈদীর দুই ছেলে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন।

নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনটি আসনে মনোনীত প্রার্থীরা হলেন:
• পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী।
• পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী।
• পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর