বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি সাম্প্রতিক জরিপে জানা গেছে, দেশের ৭৩ শতাংশ মানুষ মুদ্রিত পত্রিকা পড়েন না এবং ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না।
অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য এ জরিপটি পরিচালিত হয়।
জরিপে দেখা গেছে, মুদ্রিত সংবাদপত্র কম পড়লেও মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণে খবর পড়ছেন। জাতীয় দুর্যোগ বা সংকটকালে তথ্য জানার জন্য এখনো টেলিভিশন জনপ্রিয় মাধ্যম। তবে রেডিওর ব্যবহার প্রায় নেই বললেই চলে।
গণমাধ্যম নিয়ে মানুষের প্রত্যাশা সম্পর্কে জরিপে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন ও সরকারি প্রভাবমুক্ত দেখতে চান মানুষ। তবে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।
মুদ্রিত সংবাদপত্র পড়ার প্রয়োজন না থাকার কারণ হিসেবে ৪৬ শতাংশ উত্তরদাতা জানান, তারা খবরের কাগজ পড়ার প্রয়োজন অনুভব করেন না। টেলিভিশনের ক্ষেত্রে ৫৩ শতাংশের বেশি মানুষ জানান, টেলিভিশন দেখা প্রয়োজন মনে করেন না। তবে ৬৫ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা এখনও টেলিভিশন দেখেন।
রেডিওর অবস্থা অত্যন্ত নাজুক। ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না বলে জানান। এর মধ্যে ৫৪ শতাংশ বলেন, রেডিও শোনার প্রয়োজন নেই, আর প্রায় ৩৫ শতাংশ জানিয়েছেন রেডিও সহজে পাওয়া যায় না।
এসআর
মন্তব্য করুন: