দেশের বিভিন্নস্থানে আওয়ামী সরকারের স্লোগান ভেসে ওঠার পর এবার খোদ রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে বাজলো ‘জয় বাংলা জিতবে এবার নৌকা‘ গানটি।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভিকারুন নিসার আজিমপুর মর্নিং শিফটের ক্লাস পার্টিতে এ ঘটনা ঘটে।
একাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা 'জয় বাংলা জিতবে এবার নৌকা' গানটি বেজে উঠেছে বলে এ প্রতিবেদককে ফোন করে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা সকালেই শুনি উচ্চ শব্দে এ গানটি বাজছে৷ প্রথমে আমরা ভেবেছিলাম অন্য কোথাও গানটি বাজছে৷ পরে নিশ্চিত হই গানটি স্কুলের ক্লাস পার্টিতে বাজানো হচ্ছে৷
এ প্রসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগমকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই । খোঁজ নিয়ে বিষয়টি বিস্তারিত জানাতে পারবো।
এ বিষয়ে শাখা প্রধান ফেরদৌসী বেগমকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, আওয়ামীপন্থী মাজেদা বেগমের হাত ধরেই আব্দুর রাজ্জাক আকন্দকে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন।
এদিকে উচ্চস্বরে রেকর্ডেড এ গানটি বাজানোর ফলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: