[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

গত ছয় মাসে ৮০ মাজার ও দরবারে হামলার দাবি বিশ্ব সুফি সংস্থার

সাইদুর রহমান

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ২:০৩ পিএম

সংবাদ সম্মেলনে সুফি সংস্থা নেতৃবৃন্দরা

সরকার পতনের পর গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার শরিফ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ করেছে বিশ্ব সুফি সংস্থা নামক একটি সংগঠন।

তারা সুফি সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি সুফি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী। তিনি বলেন, “সুদূর আরব ও পারস্য থেকে আগত সুফি ও আউলিয়ায়ে কেরাম আমাদের দেশে ইসলাম প্রচার করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অনুসারীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “অবিলম্বে দেশের সব মাজার শরিফ ও দরবার শরিফে হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

 

শাহ সুরেশ্বরী দিপু নূরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অগ্রাধিকারভিত্তিতে দেশের সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া ও মাজার শরিফসহ সব সুফি স্থাপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সুফি, বাউল, ফকির এবং দরবেশরা যেন নির্বিঘ্নে নিজেদের আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীকে নির্বাহী আদেশ প্রদান করতে হবে।”

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী, আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতী, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি এবং ড. আলাউদ্দিন আলন প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর