জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো আদর্শিক বিভাজন কাম্য নয়।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হবে জনগণ। জিয়াবাদ বা মুজিববাদ নয়, এখন প্রয়োজন জাতীয় স্বার্থে ঐক্য। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে বিভাজনের রাজনীতি আর চলবে না। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। লাল বা নেভি কোনো নামে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। দেশের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন নতুন সংকট সৃষ্টি করছে, যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। দেশের প্রায় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
এসআর
মন্তব্য করুন: