রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় মহিলা দলের নেতাকর্মীরা এই ঝাড়ু মিছিল করেন।
ঝাড়ু মিছিল শেষে ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্টের পর এমপি সালাউদ্দিন আহমেদ হঠাৎ রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তবে গত ১৭ বছর তিনি দলের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন। এখন দলের সুসময়ে তিনি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি কলেজের শিক্ষকদের ওপর হাত তুলছেন এবং কাউকে হত্যার হুমকি দিচ্ছেন। অথচ তিনি আমাদের ডেমরা এলাকার বাসিন্দা নন; তিনি শ্যামপুর-কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন।”
তিনি আরও বলেন, “এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিত। এখন আমাদের নিজের দলের সাবেক এমপিই সেই ধরনের হুমকি দিচ্ছেন। আমরা দলের হাইকমান্ডের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে বহিষ্কার না করা হলে দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি হবে।”
উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। এর প্রতিবাদে আজ মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন এবং তার বহিষ্কারের দাবি জানান।
এসআর
মন্তব্য করুন: