ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “ছাত্রদলের পনেরো বছরের ত্যাগ, শ্রম ও সংগ্রাম অস্বীকার করে কোনও ইতিহাস রচনা করা হলে তা ডাস্টবিনে নিক্ষেপ করা হবে।
একইসঙ্গে বাংলাদেশের সব ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
ছাত্রদল সভাপতি আরও বলেন, “জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ও ঐক্যবদ্ধ আছি। যারা এই আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তাদের সতর্ক থাকতে হবে। ঐক্য নষ্ট হয়, এমন কোনও কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার না করে সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রক্ষা করছে। “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের জন্য সামান্য সদিচ্ছাও দেখা যায়নি। সরকার শুধু দায়সারা নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের অপকর্ম আড়াল করার চেষ্টা করছে।”
ছাত্রদল সভাপতি বলেন, “বাংলাদেশে খুনি ফ্যাসিবাদের পতন হয়েছে। তাই আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনও প্রাসঙ্গিকতা নেই। যদি কেউ এখনও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, ধরে নিতে হবে তারা ষড়যন্ত্র করছে।
রাকিব বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠিত হলেও, সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি। দ্রুত এই প্রতিবেদন দিতে হবে এবং অপরাধীদের ছাত্রত্ব বাতিলসহ আইনের আওতায় আনতে হবে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “গণতন্ত্র ধ্বংসকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। ঢাকায় অবস্থানরত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
‘মার্চ ফর জাস্টিস’-এ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ মহানগর এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল তাদের রাজনৈতিক দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে ক্যাম্পাস রাজনীতির সংস্কারে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: