[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে ১৭ বছর বন্ধ ছিল ওয়াজ-মাহফিল!

সাইদুর রহমান

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ১:০৩ পিএম

ফাইল ফটো

নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

তিনি দাবি করেন, ওয়াজ-মাহফিল আয়োজন করতে গেলে বাধা দেওয়া হতো এবং কোনো জনপ্রিয় বক্তা এলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতো।

 

সোমবার (১৩ জানুয়ারি) নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল এসব কথা বলেন। অনুষ্ঠানটি উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়।

 

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম ও নির্যাতনের কারণে তাদের পতন হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ইসলামের প্রচার ও প্রসার আরও বাড়বে। গত ১৭ বছর নোয়াখালীর মানুষ কোরআন-হাদিসের কথা শুনতে পারেনি। সমাজে আলেমদের ওয়াজ-মাহফিল সমাজ ও রাষ্ট্রকে উপকৃত করে। কিন্তু ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার ও ব্যভিচার বেড়ে যায়।”

 

মাহফিলে প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী।

 

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর