[email protected] সোমবার, ৩ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১

রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ৯:৪১ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ত্যাগের গুজব নাকচ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি একটি আলাদা ক্ষেত্র, যার সঙ্গে ধর্মগ্রন্থ যেমন গীতা, বাইবেল বা কুরআন শরিফের সরাসরি কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাজনীতি মানে রাজনীতি। এখানে সময় ও প্রয়োজন অনুযায়ী অনেক কিছু পরিবর্তন করতে হয়।”

 

এদিকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে চলমান টানাপোড়েন দূর করতে গুরুত্ব দিচ্ছেন ফখরুল। তিনি জানান, “কাদের সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন। তার মনে হয়েছে যে ঐক্যফ্রন্টের সিদ্ধান্তগুলোতে সামঞ্জস্যের অভাব রয়েছে।

আমরা ঐক্যফ্রন্টের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো। রাজনীতিতে এমন পরিবর্তন খুবই স্বাভাবিক। আজ যে বন্ধু, কাল সে নাও থাকতে পারে।”

 

তবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, “এখন আর ঐক্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং সবাইকে নিজ নিজ দল গোছানো উচিত।”

 

অন্যদিকে, ড. কামাল হোসেন ছাড়াও বিএনপির ভেতর থেকেই জামায়াতে ইসলামীকে নিয়ে আপত্তি উঠে আসছে। দলের কিছু নেতা মনে করছেন, জামায়াতকে বাদ দেওয়ার কৌশল হিসেবে ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট থেকে সরে আসা প্রয়োজন।

তবে দলের সিনিয়র নেতাদের একটি অংশ জামায়াত ও ঐক্যফ্রন্টকে নিয়েই ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগ্রহী।

এটি ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির অভ্যন্তরে মতবিরোধ বাড়ছে এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভক্তি রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর