[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ফিরছেন না শেখ হাসিনা, নিরাপত্তা নিশ্চিত করলো ভারত

সাইদুর রহমান

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫ ১১:১৪ এএম

শেখ হাসিনা

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট তিনি দেশ ত্যাগ করেন এবং দিল্লিতে চলে যান। জানা গেছে, দিল্লির একটি সুরক্ষিত স্থানে তাকে রাখা হয়েছে।

বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে অনুরোধ করলেও, এ বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি নয়াদিল্লি। গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি নোট ভার্বাল পাঠানো হয়।

 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে সূত্র জানিয়েছে, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতের আইন অনুযায়ী কাউকে এ ধরনের আশ্রয় দেওয়ার সুযোগ নেই।

 

এদিকে, শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর। আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি তার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর