দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “স্বাধীনতার পর থেকে দেশে শুধু শাসকের হাত বদল হয়েছে, কিন্তু জনগণ তেমন কিছুই পায়নি।
একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই একটি স্বাধীন, সার্বভৌম এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ড. মিজানুর রহমান আজহারি বলেন, “বাংলাদেশ আজ দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাট করতে করতে দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ইসলামের শিক্ষায় আমাদের জীবন ও পরিবারকে গড়ে তুলতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আমাদের জীবন সুন্দর হবে না। সমাজ এবং রাষ্ট্রও সুন্দর হবে না।”
এ সময় তিনি তরুণ সমাজকে ইসলামের পথে চলার এবং নৈতিকতার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
ড. আজহারি তাঁর বক্তব্যে দেশপ্রেম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন।
এসআর
মন্তব্য করুন: