ঢাকা: ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই নতুন বছরের আগমনে রাজধানী ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে।
চারপাশে ছড়িয়ে পড়ে আতশবাজির ঝলকানি, আর তাতে মিশে যায় পটকার শব্দ
ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ কিংবা খোলা মাঠ থেকে এই আলোকসজ্জা উপভোগ করেন নগরবাসী। অনেকেই নতুন বছরকে স্বাগত জানাতে ফানুস উড়িয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আতশবাজি ও উন্মুক্ত উৎসব আয়োজনের ওপর নিষেধাজ্ঞা ছিল, তবুও বেশ কিছু এলাকায় তা মানা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছেন এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছেন।
এর মধ্যেও উৎসাহ-উদ্দীপনায় ভাটা পড়েনি রাজধানীবাসীর। কোথাও বারবিকিউ পার্টি, কোথাও কেক কাটা, আবার কোনো কোনো এলাকায় ছোট পরিসরে আনন্দঘন আড্ডা।
ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা।
নতুন প্রত্যাশা ও নতুন উদ্যমে সবাই একসঙ্গে শুরু করলেন নতুন দিনের পথচলা।
এসআর
মন্তব্য করুন: