[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৯ পিএম
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:১০ পিএম

আওয়ামী লীগ একটি প্রাচীন ও নিবন্ধিত রাজনৈতিক দল। সরকার বা আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে, তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, “গেল তিনটি নির্বাচনে কী হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় বা আন্তর্জাতিক কোনো চাপ নেই। তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।”

 

তিনি আরও জানান, সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনা করছে। খুব শিগগিরই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সভায় সিইসি জানান, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা মার্চ মাসে প্রকাশিত হবে।

 

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে এ সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর