[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

দ্য ইকোনমিস্টের ২০২৪ এর বর্ষসেরা দেশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ৩:০৭ পিএম

প্রতিবারের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এছাড়া চূড়ান্ত তালিকায় ছিল আরও চারটি দেশ—সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সেরা দেশ নির্বাচনের ক্ষেত্রে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী হওয়ার মতো মানদণ্ড বিবেচনা করা হয়নি। বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে এমন দেশগুলোর মধ্য থেকে সেরা নির্বাচন করা হয়েছে।

 

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাড়ে ১৭ কোটি মানুষের দেশটি টানা ১৫ বছর শাসন করেন।

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা, যিনি বাংলাদেশের স্বাধীনতার এক নায়কের কন্যা, একসময় দেশের অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দিয়েছিলেন। তবে তার শাসনামলের শেষদিকে দমনপীড়ন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার মতো ঘটনাগুলো তার শাসনকে কলঙ্কিত করে।

 

শেখ হাসিনার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

শেখ হাসিনার পদত্যাগের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার গঠিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই সরকার ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। তারা দেশে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

 

রানারআপ সিরিয়ার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ এবং দুই যুগের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা সম্প্রতি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। আসাদের শাসনামলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয় এবং ছয় লাখের বেশি মানুষ প্রাণ হারায়।

 

দ্য ইকোনমিস্টের মতে, বাংলাদেশের জন্য অস্থায়ী সরকারের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতে স্বাধীন নির্বাচন আয়োজন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সুযোগ তৈরি করাই হবে সরকারের প্রধান চ্যালেঞ্জ।

 

সিরিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলো তাদের দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন পথে যাত্রা শুরু করেছে। এ বছরের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ এই পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর