পটুয়াখালীর কুয়াকাটায় লুমা রাখাইন নামের এক নারী যুবদল নেতা মো. আলী আক্কাস ও তার অনুসারীদের বিরুদ্ধে ২৫০ মণ ধান লুটের অভিযোগ তুলেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) কুয়াকাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লুমা।
লিখিত বক্তব্যে লুমা রাখাইন জানান, তার বাবার কাছ থেকে পাওয়া এবং ভাইয়ের কাছ থেকে কেনা ৭ দশমিক ১৮ একর জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। তবে ২০২২ সাল থেকে ওই সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু হয়।
তিনি অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর বিকেলে তার জমির বর্গাচাষি ধান কাটার সময় আলী আক্কাসের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে হামলা চালায়। তারা ধান লুট করে নিয়ে যায়, যা প্রায় ২৫০ মণ পরিমাণ।
লুমা আরও জানান, তার বাবার মৃত্যুর পর তিনি সম্পত্তি নিয়ে একটি এভিডেভিটের মাধ্যমে মালিকানা নিশ্চিত করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। তার ভাই ওয়ারিশ সূত্রে পাওয়া ২ দশমিক ৪০ একর জমি ফেরত পাওয়ার পর সেটিও তাকে বিক্রি করেন। কিন্তু সম্প্রতি যুবদল নেতা আলী আক্কাস এবং তার অনুসারীরা জোরপূর্বক জমির দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তবে যুবদল নেতা আলী আক্কাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে বিএনপির কিছু লোক ষড়যন্ত্র করছে। আমি কখনো ওই সম্পত্তি ভোগদখল করিনি এবং ধান লুটের বিষয়েও কিছু জানি না।”
মহিপুর থানা যুবদলের আহ্বায়ক মো. সিদ্দিক মোল্লা জানান, “এ অভিযোগ সত্য প্রমাণিত হলে দলীয়ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস বা লুটপাটে জড়িতদের দলে জায়গা নেই।”
সংবাদ সম্মেলনে লুমা রাখাইন স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার চেয়ে ধান লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসআর
মন্তব্য করুন: