বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি নেতা-কর্মীরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন।
আজ বুধবার সকালে নগরকান্দা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার বন্ধ করতে হবে। পাশাপাশি তারা ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের নেতা তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা জানান, এমন অপপ্রচার বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন।
এসআর
মন্তব্য করুন: