[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ইসলাম ধর্ম গ্রহণ করতে চান রোনালদো! দাবি সতীর্থ গোলকিপারের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪ ২:৩০ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২:৩২ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন সৌদি আরব জাতীয় দল এবং আল নাসর ক্লাবের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। সম্প্রতি একটি টিভি শোতে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ এই দাবি করেন।

রোনালদোর ধর্মীয় আগ্রহ নিয়ে ওয়ালিদ আবদুল্লাহ বলেন, রোনালদো সৌদি আরবের সংস্কৃতি এবং ইসলামিক রীতিনীতি সম্পর্কে কৌতূহলী। তিনি তার সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে কথা বলেছেন এবং রোনালদো এই ধর্মে দীক্ষিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

 

আবদুল্লাহ আরও উল্লেখ করেন, রোনালদো গোল করার পর সিজদা করেন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ইসলামিক রীতিনীতি অনুসরণ করতে উৎসাহিত করেন। তার মতে, “রোনালদো দলের অনুশীলনের সময় আযানের সময় প্রশিক্ষণ সেশন বন্ধ করতে কোচকে নির্দেশ দিয়েছেন।”

 

মাঠে সিজদার প্রসঙ্গ আবদুল্লাহ স্মরণ করেন, গত বছরের মে মাসে আল নাসরের হয়ে গোল করার পর রোনালদো মাঠে সিজদা করেছিলেন। এ সময় দলের সমস্ত খেলোয়াড় একসঙ্গে “আল্লাহু আকবর” বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

রোনালদোর জীবনধারা ও শৃঙ্খলা

আবদুল্লাহ রোনালদোর নম্রতা, শৃঙ্খলা, এবং প্রতিশ্রুতি নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, “এই গুণাবলির জন্যই রোনালদো আজকের অবস্থানে পৌঁছেছেন।”

 

রোনালদোর ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত না হলেও তার সৌদি সংস্কৃতির প্রতি সম্মান ও কৌতূহল বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেন আবদুল্লাহ।

 

তথ্য সূত্র: জিও সুপার টিভি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর