[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে হচ্ছে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৫:০০ পিএম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের “জাতীয় কবি” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে দীর্ঘদিন ধরে গণ্য করা হলেও এর আগে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না।

 

এবার সেই স্বীকৃতি প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

 

এই দুটি উদ্যোগ বাংলাদেশের সাংস্কৃতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর