বিসিএসসহ যেকোনো সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। যা বর্তমান সরকারের মাইলফলক হিসেবে দেখছেন চাকরী প্রত্যাশীরা।
আজ (বুধবার) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির জন্য ভিন্ন ভিন্ন ফি প্রদান করতে হয়। উদাহরণস্বরূপ, বিসিএস পরীক্ষায় আবেদন ফি ৭০০ টাকা। তবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আবেদন ফি কমানোর দাবি জানিয়ে আসছিলেন।
এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে আবেদন ফি ২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে, যা চাকরিপ্রত্যাশীদের আর্থিক চাপ কিছুটা কমাবে।
এসআর
মন্তব্য করুন: