বিতর্কিত মাওলানা সাদ কান্ধলভীর মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবসহ
মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন মো. যুবায়ের হোসেন, যিনি মাওলানা সাদ কান্ধলভীর একজন অনুসারী। সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছেন।
মামলার অন্য বিবাদীরা হলেন: ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, লোকমান মাজহারী এবং মুফতি জাফর আহমেদ।
অভিযোগপত্রে বলা হয়, গত ৫ নভেম্বর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিবাদীরা মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য দেন। এতে মাওলানা সাদ কান্ধলভীর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়। আর্থিকভাবে এর ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: