[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক তুহিন

সাইদুর রহমান

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ৯:৪৫ পিএম
আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ৯:৪৮ পিএম

ছবিঃ নব নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

মোট ১,৭৪৪ জন ভোটারের মধ্যে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী:

•সভাপতি: আবু সালেহ আকন ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন।

•মুরসালিন নোমানী পান ৪৯৬ ভোট।

•শরিফুল ইসলাম বিলু পান ১০২ ভোট।

•সাধারণ সম্পাদক: মাইনুল হাসান সোহেল ৫৪৫ ভোটে বিজয়ী হন।

•শাহনাজ শারমীন পান ৩৬৪ ভোট।

•আব্দুল্লাহ আল কাফি পান ২৮৯ ভোট।

•মাহমুদুল হাসান পান ২১০ ভোট।

•সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন ৫৫০ ভোট পেয়ে জয়ী হন।

•এম এম জসিম পান ৪২৬ ভোট।

•এস এম মিজান পান ২৯৩ ভোট।

•সৈয়দ সাইফুল ইসলাম পান ১০১ ভোট।

 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন:

•যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন (৭২৩ ভোট)।

•জাফর ইকবাল পান ৬৪৪ ভোট।

•দপ্তর সম্পাদক: রফিক রাফি (৬৮৩ ভোট)।

•কিরন শেখ পান ৬৫৬ ভোট।

•নারী সম্পাদক: রোজিনা রোজী (৯০৭ ভোট)।

•ফারহানা হক নীলা পান ৪০১ ভোট।

•সহ-সভাপতি: গাযী আনোয়ার।

•প্রচার সম্পাদক: মিজান চৌধুরী।

•তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম।

•ক্রীড়া সম্পাদক: মো. মজিবুর রহমান।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা:

•অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন।

•সাংস্কৃতিক সম্পাদক: মো. এমদাদুল হক খান।

•আপ্যায়ন সম্পাদক: মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)।

•কল্যাণ সম্পাদক: রফিক মৃধা।

 

কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ীরা:

মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী এবং সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

 

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৭৪৪ জন ভোটারের মধ্যে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ২১ পদের মধ্যে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হন এবং বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন প্রার্থী।

 

নির্বাচন কমিশন:

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন এম এ আজিজ। সদস্যরা হলেন আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন এবং শহিদুল ইসলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর