[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

ডিআরইউ’র সাধারণ সভা অনুষ্ঠিত, ভোটগ্রহণ আগামীকাল

সাইদুর রহমান

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ১০:৪৩ পিএম

Dhaka Reporter’s Unity

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৯তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে গত এক বছরে প্রয়াত ১০ জন সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। উল্লেখ্য, ডিআরইউর বার্ষিক নির্বাচন আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, “আমাদের কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সংগঠনের সব কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে। কার্যনির্বাহী কমিটির সদস্যদের মেধা ও শ্রমে সংগঠনের কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ডিআরইউ শিগগিরই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।”

 

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সফিকুল ইসলাম সামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ এবং কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর