গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)।
সেমিনারে সভাপতিত্ব করেন সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এবং পরিচালনা করেন মহিউদ্দিন হিমেল। কী-নোট স্পীচ প্রদান করেন জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি।
সেমিনারে বক্তব্য প্রদান করেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন:
•ড. আলী আফজাল, ম্যানেজিং ডিরেক্টর, কৃষিবিদ গ্রুপ
•অ্যাডভোকেট মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী
•ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, ডীন, বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
•এস এম সৈকত, আন্তর্জাতিক যুব নীতি বিশ্লেষক ও সাবেক ইউএন হ্যাবিটেট উপদেষ্টা
•ড. ফয়জুল হক, বিএনপি নেতা
•শরফুদ্দীন ও আলী আহসান জুনায়েদ, সংগঠক ও অ্যাক্টিভিস্ট
•বিন ইয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি
•নিজাম উদ্দিন, নাগরিক কমিটির আহ্বায়ক কমিটির সদস্য
•শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
•মোল্যা রহমাতুল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি
•মৃণ্ময় মিজান, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক
•জামালুদ্দিন মুহাম্মদ খালিদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক
•নাভিদ নওরোজ শাহ, স্পীক বাংলাদেশের সংগঠক
•সাঈদ আহমেদ সরকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক
•আবদুল ওয়াহেদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক
•এডভোকেট সোহরাব হোসাইন, তরুণ চিন্তক ও অ্যাক্টিভিস্ট
ড. আলী আফজাল বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যেন হারিয়ে না যায়। দেশের কৃষিখাতের উন্নয়নে সময়মতো কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায়, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।”
অ্যাডভোকেট মুজিবুর রহমান উল্লেখ করেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন ছিল, যা এখনও বাস্তবায়িত হয়নি। দ্রুত সময়ের মধ্যে ঐক্যের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার জন্য উদ্যোগ নেওয়া জরুরি।”
এস এম সৈকত বলেন, “ন্যায়বিচারভিত্তিক সমাজ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে কর্মমুখী করতে না পারলে বাংলাদেশ জনমিতির লভ্যাংশ থেকে বঞ্চিত হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এখনই প্রয়োজন বৈষম্যহীন ও ন্যায্য সুযোগ সৃষ্টি করা।”
সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বলেন, “ইস্যুভিত্তিক আন্দোলনের বাইরে গিয়ে রাজনৈতিক সমস্যাগুলোর রাজনৈতিক সমাধানে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার এখনই সঠিক সময়।”
সেমিনারের বক্তারা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মের ভূমিকা এবং সামাজিক-রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এসআর
মন্তব্য করুন: