পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেন এবং প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর।
জানা যায়, বিদ্যালয়টিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলছিল। বুধবার ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে, জনসভার কারণে সময়সূচি পরিবর্তন করে পরীক্ষা সকাল ১০টায় নেওয়া হয়, যা শেষ হয় দুপুর ১টায়। এদিকে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে জনসভা চলে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। মামুন মৃধা নামে একজন ফেসবুকে লেখেন, “রাজনৈতিক দলের জনসভার জন্য পরীক্ষার সময় পরিবর্তন করায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।” আবু আব্দুল্লাহ নামে আরেকজন লিখেছেন, “পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে জনসভার অনুমতি পাওয়া কাম্য নয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত বলেন, “গণঅধিকার পরিষদের জনসভার কারণে পরীক্ষা সকাল ১০টায় এগিয়ে আনা হয়। ইউএনও স্যার অনুমতি দিয়েছেন, তাই আমিও অনুমতি দিয়েছি।” তবে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান জানান, জনসভার জন্য তাদের কোনও অনুমতি দেওয়া হয়নি এবং স্কুল প্রাঙ্গণে জনসভা আয়োজনের বিষয়ে কেউ তাকে অবহিত করেনি।
জনসভায় নুরুল হক নুর ইউএনও ইরতিজা হাসানকে উদ্দেশ করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যদি কোনও রাজনৈতিক দলের অনুগামী হতে হয়, তবে তারা প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।”
এ সময় তিনি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
এসআর
মন্তব্য করুন: