[email protected] সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

হজে যাওয়ার খরচ কমল, প্যাকেজ ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা

সাইদুর রহমান

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ৩:০৬ পিএম

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ কমানোর ঘোষণা দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

২০২৫ সালের হজে যাওয়ার জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

 

ঘোষণা অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ হবে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

 

এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

 

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর