[email protected] সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

জামায়াত মদিনার নয় মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়- মুহিবুল্লাহ বাবুনগরী

সাইদুর রহমান

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১১:৩৫ পিএম

আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর বক্তব্যে মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, “জামায়াতে ইসলাম ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে অন্যতম নিকৃষ্ট দল।

এমনকি কাদিয়ানী সম্প্রদায় থেকেও তাদের অবস্থা খারাপ, কেননা ইসলামের যে ক্ষতি জামায়াতে ইসলামের মাধ্যমে হয়েছে, তা কাদিয়ানীদের মাধ্যমেও হয়নি।

আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল হিসেবে বিবেচনা করি না; তারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।”

 

শুক্রবার হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আক্বিদাসমূহকে মোকাবিলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে।

 

ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, আল্লামা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নূর হোসাইন নূরানিসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

 

আমীরে হেফাজতের বক্তব্য চলাকালে হাজার হাজার জনতা তাকবীরের শ্লোগান দিয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর