[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে- মাওলানা মামুনুল হক

সাইদুর রহমান

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১২:০৭ এএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১২:৩১ এএম

ছবি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক যুবলীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই দায়িত্ব শেষ হবে না; যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।”

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

 

মামুনুল হক বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। দেশের জনগণ মনে করে, একমাত্র সন্ত্রাসনির্ভর ছাত্র সংগঠন হলো ছাত্রলীগ। তাই শুধু ছাত্রলীগ নয়, যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “খুনের সহযোগিতার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দেশের ওপর সব অত্যাচার, অবিচার ও ষড়যন্ত্রের প্রতিশোধ নিতে হবে।”

 

ভারতের সমালোচনা করে মামুনুল হক বলেন, “আওয়ামী লীগ ভারতের স্বার্থে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। ভারতের নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার ১৫ বছর ধরে বাংলাদেশের স্বার্থের প্রতি কোনো গুরুত্ব দেয়নি।”

 

গণসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা আবু সাঈদ নোমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর