মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় সেখানে তাপমাত্রা নেমে আসে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকেই এলাকায় তীব্র শীত এবং ঘন কুয়াশার প্রভাব দেখা যায়।
শীতপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা–বাগানের শ্রমিকরা এবং ভোরবেলায় রাস্তায় নামা রিকশা–ভ্যানচালকেরা। যদিও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো মিললে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়ে ওঠে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।
আবহাওয়া বিভাগ জানায়, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়ছে, যা দৈনন্দিন চলাফেরা ও স্বাভাবিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত স্টেশন রোড, চা–বাগানসংলগ্ন এলাকা এবং শহরের গলিগুলোতে শীতের পোশাকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মানুষ ঠান্ডা উপেক্ষা করে সকালে কাজে বের হলেও বেলা বাড়লে রোদের কারণে কিছুটা উষ্ণতা ফিরে আসে।
এসআর
মন্তব্য করুন: