আন্দামান সাগর ও মালাক্কা প্রণালী এলাকায় সৃষ্টি হওয়া একটি
নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং তা দ্রুতই বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ আরবি ভাষায় ‘সিংহ’—এই নামটি প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।
কোথায় কী ঘটছে
আইএমডির সর্বশেষ পর্যবেক্ষণ বলছে—
সোমবার ভারতীয় সময় ভোরে মালাক্কা প্রণালী ও দক্ষিণ আন্দামান সাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়।
এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
২৪ ঘণ্টার মধ্যে সিস্টেমটি আন্দামান সাগর পেরিয়ে বঙ্গোপসাগরে ঢুকে আরও শক্তি সঞ্চয় করবে।
পরবর্তী দুই দিনে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
পূর্ব সতর্কতা জারি
নিম্নচাপটি ঘনীভূত হওয়ায় ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে—
আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ
তামিলনাড়ু
পদুচেরি
উপকূলীয় আরও কয়েকটি রাজ্যে
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সম্পূর্ণরূপে গঠিত হলে সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার হতে পারে। এর প্রথম প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আন্দামান–নিকোবর এলাকায়।
সম্ভাব্য বৃষ্টিপাত ও আবহাওয়া
সেনিয়ারের প্রভাবে—
আন্দামান–নিকোবর
তামিলনাড়ু
কেরালা
লাক্ষাদ্বীপ
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল
২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
এসআর
মন্তব্য করুন: