[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আবারও ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১২:৩৯ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আবারও

ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ কম্পনটির কেন্দ্র ছিল গাজীপুরে।

শনিবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের বাইপাইল এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়।

এর মাত্র একদিন আগেই, শুক্রবার (২১ নভেম্বর) আরও শক্তিশালী একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবারের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদী ছিল ভূমিকম্পটির উৎসস্থল, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর