[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দুইটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পাঁচটি বিভাগে বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বুধবার (৪ নভেম্বর) সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৭ নভেম্বর) থেকে শনিবার (৮ নভেম্বর) পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর