সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চার জেলায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার এবং বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।
এর প্রভাবে ৬ নভেম্বর বিকেল পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতে এই অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: