[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৯:৩০ এএম

ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী। সূর্য উঠলেও কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের আলো মৃদু হয়ে পড়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হালকা সূর্যের দেখা মিললেও ভোর থেকে পুরো শহর জুড়ে কুয়াশার ঘন উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ। রোববার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪° সেলসিয়াস।
আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে।

গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে তিন দফায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইেছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর থেকেই সকালে কুয়াশা পড়ছে, তাতে শীতের আগমনী অনুভব করছেন রাজশাহীবাসী।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন,

“কয়েক দিন আগে হওয়া বৃষ্টিপাতের পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কুয়াশা পড়ছে—এটাই শীতের আগমনী ইঙ্গিত।”

 

শহরের বিভিন্ন এলাকায় সকাল পর্যন্ত কুয়াশার কারণে দৃশ্যমানতা কিছুটা কম ছিল। স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগের তুলনায় এখন সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর