[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

সড়কের ঘাস-গাছে কমবে তাপমাত্রা, বাড়বে অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভাজকে সবুজ আবরণ ফিরিয়ে আনতে প্রায় সোয়া চার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘জিরো সয়েল’ শীর্ষক এই প্রকল্পের মূল লক্ষ্য— নগরীর তাপমাত্রা কমানো, বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ানো, ধুলাবালি নিয়ন্ত্রণ এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করা।

এই প্রকল্পের আওতায় সচিবালয়, বঙ্গভবন, মগবাজার মোড়, নীলক্ষেত, ধানমন্ডি-২৭, পান্থপথসহ প্রায় ৩০ কিলোমিটার সড়কের মিডিয়ান ও বিভাজকে ঘাস ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে।

ডিএসসিসি জানিয়েছে, ‘জিরো সয়েল’ উদ্যোগের মাধ্যমে নগরীর খোলা মাটি ঢেকে দেওয়া হচ্ছে ঘাস, লতা ও ফুলগাছে, যাতে ধুলা ও ক্ষতিকর ধূলিকণা বাতাসে উড়তে না পারে। এতে বায়ুদূষণ হ্রাসের পাশাপাশি নগরবাসী পাবে একটি সবুজ ও নির্মল পরিবেশ।

প্রকল্পের আওতায় বারমুডা ঘাসের পাশাপাশি রোপণ করা হচ্ছে রঙ্গন, টগর, জবা, চেরি, রাধাচূড়া, সিজিয়াম, মুসেন্ডা, টিকুমা, রক্তকরবী, চায়না টগর ও রংচিতা গাছ।

প্রথম ধাপে ১ কোটি ৫৫ লাখ টাকার কাজ তিনটি প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয় ধাপের ২ কোটি ৬২ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে, যা আরও তিনটি প্যাকেজে বাস্তবায়িত হবে।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়, আব্দুল গণি রোড, বঙ্গভবন, সাতমসজিদ রোড ও ধানমন্ডি-২৭ এলাকায় মাটি উন্নয়ন শেষে ঘাস ও গাছ লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। গাছের সুরক্ষায় বাঁশের বেড়া দেওয়া হচ্ছে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে জৈব সার।

বর্তমানে নীলক্ষেত মোড় থেকে ধানমন্ডি-২৭, পান্থপথ সিগন্যাল থেকে মিরপুর রোড, সাতমসজিদ রোড ও শহীদ ফারহান ফাইয়াজ রোডসহ প্রায় ৬ দশমিক ৪২ কিলোমিটার এলাকায় কাজ চলছে। এছাড়া বঙ্গবাজার মোড়, শিক্ষা ভবন, কদমফুল ফোয়ারা, শাহবাগ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি থেকে মগবাজার মোড় পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও সবুজায়নের কাজ চলমান।

একইভাবে বন অধিদপ্তরও ডিএসসিসির বিভিন্ন এলাকায় ঘাস ও গাছের পরিচর্যার কাজ করছে। এর মধ্যে রয়েছে চানখাঁরপুল থেকে বকশীবাজার, পলাশীর মোড়, আজিমপুর বাসস্ট্যান্ড থেকে এতিমখানা মোড়, নীলক্ষেত রোড (গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট বটতলা), জহির রায়হান রোড ও ধানমন্ডির বিভিন্ন সড়ক।

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের বলেন,

“এই প্রকল্পের মাধ্যমে ঢাকার সড়কগুলো আরও পরিবেশবান্ধব হবে। নাগরিকেরা পরিচ্ছন্ন, সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে যাতায়াত করতে পারবে। মিডিয়ানে এমন গাছ লাগানো হচ্ছে, যা অক্সিজেন বাড়াবে এবং শহরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করবে।”

তিনি আরও বলেন,

“এ প্রকল্প বাস্তবায়িত হলে শহরের বায়ুদূষণ হ্রাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নগরীর সামগ্রিক রূপ উন্নত হবে। এটি পরিবেশ সচেতন নাগরিকদের জন্যও একটি ইতিবাচক বার্তা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর