[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২:১২ এএম

সংগৃহীত ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর প্রভাবে ভ্যাপসা গরম আরও কিছুটা বাড়তে পারে। তবে অক্টোবরের শুরুতে দেশে বৃষ্টিপাত আবার বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী ১ অক্টোবরের দিকে সাগরে নতুন লঘুচাপ তৈরি হতে পারে। তখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “কিছুদিন বৃষ্টি কম থাকতে পারে। তবে অক্টোবরের শুরুতে নতুন লঘুচাপ সৃষ্টি হলে আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে।”

এদিকে, বঙ্গোপসাগরে বিদ্যমান নিম্নচাপটি শনিবার ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহীর দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও নামতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর